ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার কোনো বিকল্প নেই: ডমিঙ্গো

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার কোনো বিকল্প নেই: ডমিঙ্গো ছবি: শোয়েব মিথুন

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথ চলার বয়স ১৮ বছর। দীর্ঘ এই সময়ে টেস্টে টাইগারদের পারফরম্যান্সের দিকে নজর দিলে বলার মতো কোনো অর্জন নেই। কিন্তু ক্রিকেটের প্রান বলা হয় টেস্ট ক্রিকেটকেই। 

এদিকে প্রথমবারের মতো শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তাই সময় হয়েছে টেস্ট ক্রিকেটের দিকে নজর দেওয়ার।

ওয়ানডের মতো টেস্টেও উন্নতি করা প্রয়োজন।

বাংলাদেশে নতুন কোচ রাসেল ডমিঙ্গো  মনে করেন টেস্টে উন্নতি করতে হলে বেশি বেশি টেস্ট খেলা প্রয়োজন। টাইগারদের নতুন কোচ বলেন, ‘ভেবে দেখুন ছয় মাস ধরে কোনো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ। আসলে বাংলাদেশ টেস্ট খুব কম খেলে। শুনতেও খারাপ লাগে যে বাংলাদেশ বেশি টেস্ট খেলে না। এটাই উন্নতির পথে বড় বাধা। যত বেশি খেলবে ততবেশি এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে, ততবেশি টেস্ট খেলার মানসিকতা গড়ে উঠবে। ভারত, অস্ট্রেলিয়ার মতো দলগুলোর দিকে তাকিয়ে দেখেন তারা অনেক বেশি টেস্ট খেলে। তাই তারা কিন্তু টেস্ট দল হিসেবেও অনেক বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী। তাই টেস্টে ভালো করতে হলে বেশি বেশি ম্যাচ খেলার কোনো বিকল্প নেই। ’ 

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্ট উন্নতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ডমিঙ্গো। বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপটা বাংলাদেশের ভালো খেলা ও এগিয়ে যাওয়ার পথে অনেক বড় একটা পদক্ষেপ হতে পারে। আমি এর অপেক্ষায় রয়েছি। ’ 

তবে আপাতত  ডমিঙ্গোর প্রধান কাজ ক্রিকেটারদের বোঝা, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের আস্থা অর্জন করা।

বাংলাদেশ সময়:  ১৩৩২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
আরএআর/এমকেএম  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।