ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে হারিয়ে রেকর্ড গড়লেন রশিদ ও আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
বাংলাদেশকে হারিয়ে রেকর্ড গড়লেন রশিদ ও আফগানিস্তান রশিদ খান: ছবি-সংগৃহীত

বাংলাদেশকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে আফগানিস্তান। চট্টগ্রাম টেস্ট দু’হাত ভরে দিয়েছে আফগানদের। তেমনি দু’হাত ভরে দিয়েছে রশিদ খানকে। এবার ইতিহাসে সর্ব কনিষ্ঠ অধিনায়ক হিসেবে টেস্ট জিতলেন তিনি। ২০ বছর বয়সে অধিনায়ক হিসেবে অভিষেকেই টেস্ট জয়ের রেকর্ড গড়লেন রশিদ। 

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ফিফটি ও ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছেন রশিদ। টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকে ১০ উইকেট সঙ্গে ফিফটি করার কীর্তি  নেই আর কারো।

 ম্যান অব দ্য ম্যাচও ওঠেছে রশিদের হাতে।  

এছাড়া টেস্ট ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে তৃতীয় ম্যাচ এসে দ্বিতীয় জয় তুলে নিল আফগানিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা হারায় আয়ারল্যান্ডকে। বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়ার ১৪০ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসিয়েছে আফগানরা। প্রথম কোনো দল হিসেবে প্রথম টেস্টেই জয় পেয়েছিল অজিরা। ১৮৭৯ সালে তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পায় অস্ট্রেলিয়া।  

টেস্টে দ্বিতীয় জয় পেতে কোন দলের কত ম্যাচ লেগেছে:
অস্ট্রেলিয়া-৩
আফগানিস্তান-৩
ইংল্যান্ড-৪
পাকিস্তান-৯
ওয়েস্ট ইন্ডিজ-১২
দক্ষিণ আফ্রিকা-১৩
শ্রীলঙ্কা-২০
ভারত-৩০
জিম্বাবুয়ে-৩১
নিউজিল্যান্ড-৫৫
বাংলাদেশ-৬০

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
ইউবি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।