ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান সফর নিয়ে কী ভাবছে বিসিবি?

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
পাকিস্তান সফর নিয়ে কী ভাবছে বিসিবি? আকরাম খান/ছবি: শোয়েব মিথুন

২০০৯ সালে শ্রীলঙ্কা জাতীয় দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত হয়ে যায়। এরপর দীর্ঘ সময়ে পেরিয়ে গেলেও আর কোনো পূর্ণাঙ্গ সিরিজ পাকিস্তানে হয়নি। মাঝে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ কয়েকটি ম্যাচ খেলে যায় পাকিস্তানে। এদিকে শ্রীলঙ্কা দল বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে। এরপর কি তবে পাকিস্তান সফরকারী পরবর্তী দল হবে বাংলাদেশ?

আগামী বছর জানুয়ারি মাসের দিকে বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। যদিও নিরাপত্তার কথা বিবেচনা করে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।

তবে পাকিস্তান সফরের ব্যাপারে বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান এ কথা জানিয়েছেন।

শনিবার (০৫ অক্টোবর) তিনি সাংবাদিকদের বলেন, ‘বোর্ড সভাপতি সবসময়ই বলেন ক্রিকেটারদের নিরাপত্তার ইস্যু সবার আগে। বিষয়টি কিন্তু মাথায় রেখেছি। কোথায় খেলবো সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি হয়নি। কোথায় খেলবো সেটা পাকিস্তানের ওপর নির্ভর করছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে এটা ফাইনাল হবে। তবে এই সিদ্ধান্তটা কিন্তু বোর্ড মিটিংয়ে হতে হবে। ’

টেস্ট চ্যাম্পিযনশিপে পয়েন্ট হারানোর একটা আশঙ্কা রয়েছে বাংলাদেশের। সেই দিক দিয়ে পাকিস্তান সফর নিয়ে আকরাম বলেন, ‘এককভাবে তো কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমাদেরকে সিদ্ধান্তটা গুরুত্ব সহকারে এবং সবদিক বিবেচনা করে নিতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘন্টা, অক্টোবর ০৫, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।