রোববার (০৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে লিনক্লোনে স্বাগতিক কিউইদে মুখোমুখি হয় বাংলাদেশ যুবারা। আর দারুণ জয়ে এখন পর্যন্ত সিরিজে ধারাবাহিকতা ধরে রাখলো সফরকারী দলটি।
২২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১১ ও ব্যক্তিগত এক রানে বিদায় নেন ওপেনার অনিক সরকার শাতু। তবে দ্বিতীয় উইকেট জুটিতে আরেক ওপেনার তানজিদ হাসানকে নিয়ে ১০০ রানের পার্টনারশিপ গড়েন মাহমুদুল হাসান জয়। তানজিদ ৬৫ রানে আউট হলেও সেঞ্চুরি তুলে অপরাজিত থেকেই দলকে জেতান জয়।
তানজিদ ৬৪ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৬৫ করেন। আর জয় ৯৫ বলে ১৬টি চার ও একটি ছক্কায় ১০৩ করে মাঠ ছাড়েন। এছাড়া আরেক অপরাজিত ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ৫৯ বলে ৫১ রান করেন।
টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ফার্গুস লেলম্যানের সেঞ্চুরি সত্ত্বেও বাংলাদেশি বোলারদের দাপটে ২২৩ রানের বেশি করতে পারেনি কিউই যুবারা। লেলম্যান ১৩৩ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ১১৬ করে অপরাজিত থাকেন। তবে দলের অন্য ব্যাটসম্যানদের কেউই বলার মতো স্কোর করতে পারেননি।
টাইগার যুবা বোলারদের হয়ে তানজিম হাসান সাকিব, অভিষেক দাশ ও হাসান মুরাদ দুটি করে উইকেট ভাগ করে নেন।
সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১৩ অক্টোবর।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এমএমএস