সোমবার (০৭ অক্টোবর) হাম্বানটোটায় আগের দিনের ১২৬ রানের পুঁজি নিয়ে চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। শেষ দিনেও বাংলাদেশি বোলারদের নিরাশ করেছে তারা।
তার আগে লঙ্কানদের প্রথম উইকেট হিসেবে দলীয় ২১৯ রানে সাজঘরে ফিরেন ওপেনার সংগীত কোরে। ব্যক্তিগত ৮৯ রানের মাথায় রিশাদ হাসানের বলে নুরুল হাসানের তালুবন্দী হোন তিনি।
সফরকারী বোলাদের সাফল্য বলতে এই দুই ওপেনারকে ফেরানো। কোরের বিদায়ের পর নিশানকা ১৩২ রানের জুটি গড়েন কামিন্দু মেন্ডিসের সঙ্গে। নিশানকা বিদায় নেন দলীয় ৩৫১ রানের মাথায়। ততক্ষণে অবশ্য ম্যাচ ড্রয়ের দিকেই হেলে পড়েছে। ৬৭ রানে মেন্ডিস এবং ৫ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক আশাথা প্রিয়রঞ্জন।
চারদিনের এই টেস্টে টস জিতে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ২৬৮ রানে। অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৩৩০ রান।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
ইউবি