ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ নারী ক্রিকেট দল/ছবি: সংগৃহীত

২০২১ সালে প্রথমবারের মতো আয়োজন করা হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবারেই আয়োজক দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। তাই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল নেই। তাই শক্তিশালী দল গঠনে এখন থেকেই প্রস্তুতি ‍নিচ্ছে বাংলাদেশ।

প্রত্যেক বিভাগীয় শহর থেকেই নারী ক্রিকেটার বাছাই করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি'র নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, ‘প্রথমত আমরা চাই বিভিন্ন বিভাগের যেখানে যেখানে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তাদেরকে নিয়ে আসা, কেউ যেন বাদ না পড়ে। এজন্যই কিন্তু আমরা প্রতিটা ডিভিশনের সেক্রেটারি এবং কোচদের এখানে এনেছি যেন তাদের কাছে যদি ভালো খেলোয়াড় থাকে বা আপনারা জানেন যে জেলা পর্যায়ে অনেক প্রাইভেট একাডেমি হয়। এগুলোর সঙ্গে আমাদের কোচ কিংবা সংগঠকরা কিন্তু জড়িত। ওনাদেরকে নিয়ে আসার অর্থ হলো ম্যাসেজটা ডিভিশনে বা জেলায় পৌঁছে দেওয়া। আমরা আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে একটি দল দাঁড়া করাবো। এই দলকে নিয়ে আমরা পরবর্তীতে ‍বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেব। ’

বিশ্বকাপের জন্য ভালো একটা অনূর্ধ্ব-১৯ দল গঠন করাই এখন বড় চ্যালেঞ্জ। নাদেল বলেন, ‘আসলে দশটি দল নিয়েই এই টুর্নামেন্ট (বিশ্বকাপ) শুরু হতে যাচ্ছে। এখানে সব টেস্ট খেলুড়ে দেশ যোগ দিচ্ছে, তাই কোয়ালিফাই করার ব্যাপার নেই। ভালো দল গঠন করাই এখানে চ্যালেঞ্জের। ’

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।