ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

দর্শকের কটূক্তি শুনে মেজাজ হারালেন মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
দর্শকের কটূক্তি শুনে মেজাজ হারালেন মুশফিক দর্শকের (ডানে) কটূক্তিতে মেজাজ হারান মুশফিক/ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে সিরিজের আগে মিরপুরে জাতীয় দলের ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন। রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এই ম্যাচে লাল দলের হয়ে খেলেন মুশফিকুর রহিম। আউট হওয়ার পর এক দর্শকের উস্কানিমূলক মন্তব্যে মেজাজ হারিয়ে ফেলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত ৪ রানের মাথায় আরাফাত সানির বলে রিভার সুইপ খেলতে গিয়ে এবাদত হোসাইনের হাতে ধরা পড়ে আউট হন মুশফিক।

আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার সময় দর্শকের সারিতে বসে থাকা ইমরান হোসেন নামের এক দর্শক কটূক্তি করেন মুশফিককে।

ড্রেসিং রুমে ফিরে ব্যাট রেখেই সঙ্গে সঙ্গে ভি.আই.পি গ্যালারিতে সেই দর্শকের কাছে এসে তাকে শাসিয়ে যান মুশফিক।

ইমরান হোসেন জানান, ‘আমি মুশফিককে গালি দেইনি। শুধু বলেছি যা হওয়ার হয়ে গেছে।  কিছু করার নেই ব্যাড লাক। আমি তার কাছে ক্ষমা চেয়েছি। ’  

পরে ইমরান হোসেনকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়। জামালপুরের ছেলে ইমরান হোসেন ফেসবুক গ্রুপ ‘ক্রিকেট খোর’র অ্যাডমিন কে এম কায়সারের আমন্ত্রণে ম্যাচ দেখতে এসেছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।