ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ডাবল হাঁকিয়ে আগরওয়ালের যত কীর্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
ডাবল হাঁকিয়ে আগরওয়ালের যত কীর্তি ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের অষ্টম টেস্ট ম্যাচ খেলতে নেমে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু ভারতের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। ইন্দোর টেস্টে ওপেনিংয়ে নেমে ডানহাতি এই ওপেনার করেছেন ২৪৩ রান।

আগরওয়ালের ৩৩০ বলে সাজানো ইনিংসে ছিল ২৮টি চার আর ৮টি ছক্কার মার। ৩০৩ বলে ডাবল সেঞ্চুরি স্পর্শ করতে মেহেদি হাসান মিরাজকে ছক্কা হাঁকান।

দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন আগরওয়াল। আগের সিরিজে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন আরেক ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

ক্যারিয়ারের অষ্টম টেস্টের ১২তম ইনিংস মিলিয়ে এখন অবধি আগরওয়ালের নামের পাশে জমেছে ৮৫৮ রান, ৭১.৫০ গড়। যেখানে তিনটি সেঞ্চুরির পাশাপাশি তিনটি ফিফটি। এর মধ্যে দুটি আবার ডাবল সেঞ্চুরি।

কম সময়ে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকাতে ভারতের বিনোদ কাম্বলির লেগেছিল মাত্র ৫ ইনিংস। আগরওয়ালের সেখানে লাগলো ১২ ইনিংস। স্যার ডন ব্রাডম্যান প্রথম দুটি ডাবল সেঞ্চুরির দেখা পেয়েচিলেন ১৩তম ইনিংসে। দক্ষিণ আফ্রিকার সাবেক দলপতি গ্রায়েম স্মিথ ১৫তম ইনিংসে দেখা পেয়েছিলেন দ্বিতীয় ডাবলের। ১৮ ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওয়ালি হ্যামন্ড, লরেন্স রোইরা।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ সাতটি ডাবল সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। টেন্ডুলকার-শেওয়াগের আছে ৬টি করে ডাবল সেঞ্চুরি। দ্রাবিড়ের ৫টি, গাভাস্কারের ৪টি, চেতশ্বর পূজারার ৩টি করে ডাবল সেঞ্চুরি আছে। দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আগরওয়াল নাম লিখিয়েছেন ভিনো ম্যানকাড, দিলিপ দেশাই, ভিনোদ কাম্বলি, ভিভিএস লক্ষণ, ওয়াসিম জাফরদের তালিকায়।

ঘরের মাটিতে চলতি বছর টানা চার টেস্টে ভারতীয়রা ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন। আগের তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগরওয়াল করেন ২১৫ রান, দ্বিতীয় ম্যাচে কোহলি করেন অপরাজিত ২৫৪ রান, তৃতীয় ম্যাচে রোহিত শর্মা করেন ২১২ রান। আর আজ বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আগরওয়াল করলেন ২৪৩ রান।

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবলের দেখা পেলেন আগরওয়াল। ২০০৪ সালে টেন্ডুলকার, ২০১৭ সালে কোহলি আর আজ আগরওয়াল পেলেন ডাবল সেঞ্চুরির দেখা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর এই অবধি তিন জন ব্যাটসম্যান তিনবার করে তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন। ভারতের ওপেনার রোহিত শর্মা, অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথের পর মায়াঙ্ক আগরওয়াল তিন অঙ্কের দেখা তিনবার পেলেন।

আগরওয়ালের টেস্ট ইনিংসগুলো: ৭৬, ৪২, ৭৭, ৫, ১৬, ৫৫, ৪, ২১৫, ৭, ১০৮, ১০ এবং ২৪৩।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।