ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলা টাইগার্সে বাঙালি কই?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
বাংলা টাইগার্সে বাঙালি কই? .

টি-টেন ক্রিকেট লিগের তৃতীয় সংস্করণে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলা টাইগার্স। এরইমধ্যে নিজেদের প্রথম ম্যাচে মাঠেও নেমেছে বাংলাদেশি মালিকানাধীন দলটি। কিন্তু অবাক করা বিষয় হলো দলের নাম বাংলা টাইগার্স হলেও দলে বাংলাদেশি খেলোয়াড় মাত্র একজন। কিন্তু সেই একজন তথা ফরহাদ রেজাকেও প্রথম ম্যাচের একাদশে রাখা হয়নি।

শনিবার (১৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবু জায়েদ স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় ডেকান গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হয়েছে বাংলা টাইগার্স। দলে জায়গা হয়নি ফরহাদ রেজার।

দলটির স্কোয়াডে আর কোনো বাঙালি না থাকায় একাদশের সবাই বিদেশি।

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করেছে বাংলা টাইগার্স। সর্বোচ্চ ৩৭ রান এসেছে কলিন ইনগ্রামের ব্যাট থেকে। ২১ বলে এই ইনিংস খেলার পথে ৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান এসেছে রাইলি রুশোর ব্যাট থেকে। ১২ বলের এই ইনিংসটি ২ চার ও ২ ছক্কায় সাজানো।  

বল হাতে ২ ওভারে মাত্র ১০ রান খরচে ৩ উইকেট নিয়েছেন ডেকানের মিগায়েল প্রিটোরিয়াস।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।