ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

এটা কি ‘নো’ বল?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এটা কি ‘নো’ বল? ছবি: ক্রিকইনফোর টুইটার পেজ থেকে সংগৃহীত

স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত ব্যাটসম্যান। আশেপাশে কোনো ফিল্ডার না থাকায় উইকেটরক্ষক নিজেই উঁকি দিয়ে দেখছে বলের গন্তব্য। এদিকে নন-স্ট্রাইকিং প্রান্তে বাঁহাতি স্পিনার বল ছুড়ছে। কিন্তু তার পা কি লাইনের সামান্য বাইরে চলে গেছে? বল রিলিজ করা দেখে অবশ্য বোঝার উপায় নেই এটা ‘নো’ বল নাকি বৈধ ডেলিভারি। আম্পায়ারের জন্য এ এক কঠিন সিদ্ধান্ত বৈকি!

ঢাকার রাস্তায় শিশুদের ক্রিকেট খেলার এমনই এক ছবি নিজেদের অফিসিয়াল টুইটার একাউন্টে পোস্ট করে ক্রিকেটভক্তদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’। ছবিটি তুলেছেন রাহুল চৌধুরী নামের এক ক্রিকেটভক্ত।

 

‘ইএসপিএনক্রিকইনফো’র পোস্ট করা ছবিতে দেখা যায়, ঢাকার কোনো এক গলিতে ক্রিকেট খেলছে তিন শিশু। ঢাকা শহরে শিশুদের খেলার মাঠের সংখ্যা কমে আসায় অলিগলিই এখন অনেক শিশুর খেলাধুলার একমাত্র ভরসা। এই গলিটিও এর বাইরে নয়। দু’পাশে ভবন আর এর মাঝের রাস্তাকেই ছোট্ট ক্রিকেট মাঠ বানিয়ে নিয়েছে তিন শিশু।

ক্রিকইনফোর সেই টুইট

ছবিটির সবচেয়ে আকর্ষণীয় দিক হতে পারতো বোলারের অ্যাকশন। আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি গায়ে হাফপ্যান্ট পরিহিত এই বোলারের বোলিং অ্যাকশন একদম পেশাদার বাঁহাতি স্পিনারদের মতোই। তবে বল রিলিজ করার আগে তার পা লাইনের ঠিক বাইরে ছিল কিনা ছবির ক্যাপশনে এই প্রশ্নই তুলেছে ‘ইএসপিএনক্রিকইনফো’!

কিন্তু সিদ্ধান্ত জানানোর মতো কোনো আম্পায়ারকে দেখা যায়নি ছবিতে। এমনকি নন-স্ট্রাইকিং প্রান্তে স্ট্যাম্পের বদলে রাখা আস্ত এক ব্যাট, যার গায়ে জড়ানো অসংখ্য স্কচ টেপ। এছাড়া এ প্রান্তে নেই কোনো ব্যাটসম্যানও। মাত্র তিনজনের এই খেলায় উইকেটের পেছনে থাকা শিশুর পরনে শুধুই একটি হাফপ্যান্ট। কিন্তু খেলায় তাদের মনোযোগের ঘাটতি নেই।

ছবিটি এই শহরের অনেককে শৈশবে ফিরিয়ে নেবে সন্দেহ নেই। তবে এটা একইসঙ্গে এই কংক্রিটের শহরে শিশুদের খেলার মাঠের অপ্রতুলতাকেও তুলে ধরছে। ক্রিকেটপাগল এই শহরের জন্য এটা মোটেই ভালো খবর নয়। তবে আনন্দের ব্যাপার এটাই যে, আমাদের এই অলিগলির ক্রিকেটও এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরে পড়ে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।