ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পেটের পীড়ায় হাসপাতালে ভর্তি ইংলিশ স্পিনার লিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
পেটের পীড়ায় হাসপাতালে ভর্তি ইংলিশ স্পিনার লিচ জ্যাক লিচ

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনে পেটের প্রদাহ গ্যাস্ট্রোয়েনটেরিটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইংল্যান্ড স্পিনার জ্যাক লিচ।

লিচকে মূল একাদশের বাইরে রাখা হয়েছিল। কিন্তু শনিবার (৩০ নভেম্বর) প্রথম সেশনের সময় অসুস্থতা অনুভব করেন তিনি।

পরে ইংল্যান্ডের মেডিকেল কর্মকর্তারা লিচকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আশা করা যাচ্ছে, রাতটাও তাকে হাসপাতালে পার করতে হবে।

লিচের অসুস্থতার ব্যাপারে তার সতীর্থ ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড বলেন, ‘এটা বেশ উদ্বেগজনক খবর, তবে তাকে দেখাশোনার জন্য আমাদের খুব ভালো মেডিকেল কর্মকর্তারা রয়েছেন। ’

গত সপ্তাহে বে-ওভালে কিউইদের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের ম্যাচে রেকর্ড ১৫৩ রানে ২ উইকেট নিয়েছিলেন। যার ফলে তাকে দ্বিতীয় টেস্টে বাদ দেওয়া হয়। লিচের পরিবর্তে হ্যামিল্টনের সেডন পার্কে খেলছেন ক্রিস ওকস।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।