ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২ থেকে ৫ বছর নিষিদ্ধ হচ্ছেন কাজী অনিক! 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
২ থেকে ৫ বছর নিষিদ্ধ হচ্ছেন কাজী অনিক!  কাজী অনিক

ক্যারিয়ারটা কেবল শুরুর পথে। কিন্তু তার আগেই বড় ধরণের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন কাজী অনিক। ২ থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন এই উদীয়মান বাঁহাতি পেসার।

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চলার সময় ডোপ টেস্টে পজিটিভ হোন অনিক। এই অপরাধে তাকে নিষিদ্ধ করা হতে পারে বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

এবার বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন বড় ধরণের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন অনিক। নান্নু বলেন, ‘আমরা জানি ও ডোপ টেস্টে পজিটিভ। এ কারণেই ও আমাদের কোন পরিকল্পনায় নেই। তবে এখনই সিদ্ধান্ত নিতে পারছি না। কেননা বিসিবি মেডিক্যাল বিভাগের প্রতিবেদন হাতে পাইনি। হাতে পেলে মিটিং করে ওর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেব। বাইলজ অনুযায়ী ডোপে পজিটিভ একজন ক্রিকেটার ২ থেকে ৫ বছর নিষিদ্ধ হতে পারেন। ওর ক্ষেত্রেও তাই হবে। ’ 

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) প্লেয়ার্স ড্রাফট থেকেও বাদ দেয়া হয়েছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বশেষ আসরে বাংলাদেশের জার্সিতে খেলা এই পেসারকে। এনসিএলে তার দল ছিল ঢাকা মেট্রো।

এছাড়া কাজী অনিককে বিসিবি’র বয়সভিত্তিক কাঠামো থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগে থেকে। মেডিক্যাল টিমের কাছ থেকে পুরো রিপোর্ট আসার আগ পর্যন্ত তাকে বয়সভিত্তিক কাঠামোর বাইরে রাখার সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন নান্নু।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।