ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএল কোচ সমাচার-ওয়াইস শাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
বিপিএল কোচ সমাচার-ওয়াইস শাহ ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর নামে আয়োজিত এবারের বিপিএলে রাজশাহী রয়্যালসে নাম লিখিয়েছেন পাকিস্তানে জন্ম নেওয়া ৪১ বছর বয়সী ওয়াইস শাহ। ইংল্যান্ড জাতীয় দলে খেলা এই ব্যাটসম্যান এবার বিপিএলের ক্রিকেটার হিসেবে নন, কোচ হিসেবে থাকছেন। যিনি এর আগে বিপিএলে ঢাকা গ্লাডিয়েটর্স আর সিলেট সুপার স্টারসের জার্সিতে খেলে গেছেন।

এবারের বিপিএলে ওয়াইস শাহ কোচ হিসেবে রাজশাহীর দলে পাবেন লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলোক কাপালি, কামরুল ইসলাম রাব্বিদের। বিদেশি তারকাদের মধ্যে পাবেন ইংল্যান্ডের রবি বোপারা, আফগানিস্তানের হার্ডহিটার হজরতউল্লাহ জাজাই, পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফাত, শোয়েব মালিক আর উইন্ডিজ ক্রিকেটের বড় তারকা আন্দ্রে রাসেলকে।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ওয়াইস শাহ গত বছরও খেলেছেন। গত বছর আইস ক্রিকেটে দুটি ম্যাচ খেলেছেন। যেখানে একটিকে করেন ২১ বলে অপরাজিত ৪৩ রান আর অপরটিতে করেন ৩৪ বলে অপরাজিত ৭৪ রান। দুটিতেই তিনি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

জন্মস্থান পাকিস্তানের জার্সিতে কখনও খেলা না হলেও ইংল্যান্ডের পরিচিত মুখ ওয়াইস শাহ। ইংল্যান্ডের জাতীয় দলে খেলেছেন ৬টি টেস্ট, ৭১টি ওয়ানডে আর ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ। ইংল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২৫২টি, লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৩৬০টি আর সবধরনের টি-টোয়েন্টি খেলেছেন ২৩০টি। প্রথম শ্রেণিতে ৪৫টি সেঞ্চুরি আর ৭৯টি ফিফটি হাঁকিয়ে করেছেন ১৬ হাজার ৩৫৭ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৪টি সেঞ্চুরির পাশাপাশি ৬৮টি ফিফটিতে করেছেন ১০ হাজার ৫২৯ রান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে আছে ৩০টি ফিফটি, করেছেন ৫৫০৯ রান।

এবারের বিপিএলে ওয়াইস শাহকে সহায়তা করবেন লঙ্কান ক্রিকেটের সেরা পেসার চামিন্দা ভাস। রাজশাহীর বোলিং কোচ হিসেবে কাজ করবেন ভাস। সহকারি কোচের ভূমিকায় থাকবেন মিজানুর রহমান বাবুল আর টিম ডিরেক্টর হিসেবে থাকবেন এনায়েত হোসেন সিরাজ। এছাড়া, রাজশাহীর টিম ম্যানেজার হিসেবে কোচিং স্টাফের সঙ্গে থাকবেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার।

খুব বেশিদিন হয়নি ওয়াইস শাহর কোচিং ক্যারিয়ারের। ২০১৬ সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৭ সালে আইসিসির সহযোগি দেশগুলোর অংশগ্রহণে আয়োজিত ডেজার্ট টি-টোয়েন্টি চ্যালেঞ্জে আমিরাতকে কোচিং করিয়েছেন তিনি।

ইংল্যান্ডের ক্লাব কেপ কোবরা ছাড়াও ইংল্যান্ড লায়ন্স, এসেক্স, হ্যাম্পশায়ার, হোবার্ট হ্যারিকেন্স, মিডলসেক্স, ওয়েলিংটন, জ্যামাইকা তালাওয়াস, কোচি টাস্কার্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়েলস, ঢাকা গ্লাডিয়েটর্স, সিলেট সুপার স্টারসের জার্সিতে খেলেছেন ওয়াইস শাহ। সিলেটের দলটির হয়ে সবশেষ খেলেছেন ২০১৫ আসরে। সেবার দলে সতীর্থ হিসেবে পেয়েছিলেন মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মুশফিকুর রহিম, রবি বোপারাদের। এবারে অন্যদের প্রতিপক্ষ হিসেবে পেলেও নিজ দলে রবি বোপারাকে পাচ্ছেন সেরা অস্ত্র হিসেবে।

রাজশাহী রয়্যালস:
দেশি ক্রিকেটার:
লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাহিদুল ইসলাম
বিদেশি ক্রিকেটার: রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল

** বিপিএল কোচ সমাচার-পল নিক্সন
** বিপিএল কোচ সমাচার-সালাউদ্দিন

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।