ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলের জয়ে অবদান রাখাই বড় বিষয়: সোহান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
দলের জয়ে অবদান রাখাই বড় বিষয়: সোহান ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আর মাত্র ০৬ দিন। ইতোমধ্যে দলগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিদেশি ক্রিকেটাররা অবশ্য পৌঁছায়নি। তাদের ছাড়াই শুরু হয়েছে অনুশীলন। বুধবার (০৪ ডিসেম্বর) প্রথমবারের মতো অনুশীলন করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। জানান অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে তার দল।

তবে টি-টোয়েন্টিতে যে কোনো দলই শিরোপা জয়ের মতো সামর্থ রাখে।

সোহান জানালেন, ‘টি-টোয়েন্টিতে যে দিন যে দল ভালো খেলবে সে দিন সে দলই জিতবে। যে সাতটি দল আছে সে সাতটা টিমই ব্যালেন্সড। আমাদের যে দলটা আছে, সেটাও সব দিক থেকেই ব্যালেন্সড। মাঠে যদি আমাদের শতভাগ পারফরম্যান্স দিতে পারি, পরিস্থিত অনুযায়ী যে কাজটা করা দরকার সেই কাজটা করতে পারি, তাহলে ভালো ফলাফল আসবে। ’

ছবি: শোয়েব মিথুন

টি-টোয়েন্টি রানের খেলা, তাই সব ব্যাটসম্যানরাই রানের পেছনে ছোটে। কিন্তু সোহান মনে করেন রানের চেয়ে দলের জয়ে অবদান রাখাটাই মূল বিষয়। তিনি যোগ করেন, ‘অনেকে পঞ্চাশ-একশ রানের ইনিংসের দিকে ফোকাস রাখে। কিন্তু আমার কাছে মূল বিষয় হলো আমি যদি ১০ রান করে ম্যাচ জেতাতে পারি সেটাই বড়। ১০০ করে যদি ম্যাচ হারি তাহলে সেই রানের কোনো মূল্য নাই। ’

জাতীয় দলে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি সোহান। তবে সেসব না ভেবে খেলার দিকে মনযোগী হতে চান তিনি। সোহানের মতে, ‘সবসময় কিছু কিছু জিনিস থাকে, টিম কম্বিনেশনের ব্যাপার থাকে, আমি জাতীয় দলে যখন ছিলাম তখন ভালোই রান করেছিলাম। সর্বশেষ ওয়ানডেতে ৪৭ রান করেছিলাম, টেস্টেও মোটামুটি ভালো রান করেছিলাম। টিম কম্বিনেশনের কারণে অনেক সময় সব কিছু সম্ভব হয় না। এটা চিন্তা করার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি যখন যেখানে যে পর্যায়ে খেলি না কেন, সেটাই গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
আরএআর/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।