ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছেন মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছেন মাহমুদউল্লাহ মাহমুদউল্লাহ রিয়াদ/ফাইল ছবি

ভারতের বিপক্ষে কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন মাহমুদইল্লাহ রিয়াদ। ওই ইনিংসে আর ব্যাট করতে পারেননি তিনি। পরে স্ক্যানিং করে গ্রেড ওয়ান টিয়ার ধরা পড়ে। এরপর আর মাঠে নামা হয়নি তার। 

এদিকে আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) জন্য নিজেকে প্রস্তুত করছেন মাহমুদউল্লাহ। যদিও গত কয়েকদিন মিরপুরে এলেও অনুশীলন করেননি।

তবে বুধবার (০৪ ডিসেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে রানিং শুরু করেছেন তিনি।
 
বিবিপিএলের প্রস্তুতি নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আজকে রানিং শুরু করেছি। ভালোভাবেই শেষ করেছি। হালকা রানিং ছিল অবশ্য, স্রেফ জগিং। সবকিছু ঠিক থাকলে আশা করি আগামী ২-৩ দিনের মধ্যে ব্যাটিং করতে পারব। ’

বিপিএলের প্রথম ম্যাচেই আগামী বুধবার মাঠে নামবে মাহমুদউল্লাহর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার এই দলের নেতৃত্বও দেওয়ার কথা তার। ফিট হয়ে ওঠার জন্য খুব বেশি সময় পাচ্ছেন না এই অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।