ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জিতেও জরিমানা গুনতে হচ্ছে মরগান-স্টোকসদের 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
সিরিজ জিতেও জরিমানা গুনতে হচ্ছে মরগান-স্টোকসদের  জয়ের পর মাঠ ছাড়ছে ইংল্যান্ড দল: ছবি-সংগৃহীত

৪৪৮ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে জিতেছে ইংল্যান্ড। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দেওয়া ২২৩ রানের জবাবে ১৯.১ ওভারে ৫ উইকেটে ২২৬ রান করে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংলিশরা। 

কিন্তু সিরিজ জয়ে কোথায় একটু আনন্দ-উল্লাস করবে ইয়ন মরগান-বেন স্টোকসরা, উল্টো জরিমানা গুনতে হচ্ছে তাদের। স্লো-ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ২০ শতাংশ কাটা যাচ্ছে ইংল্যান্ডের।

‘আইসিসি’র কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২২ ভঙ্গ করেছে ইংল্যান্ডের খেলোয়াড়রা। যার কারণে প্রতি খেলোয়াড়ের ম্যাচ ফি’র ২০ শতাংশ কাটা যাছে’, এমনটাই এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ ‍সংস্থা।

ইংলিশ অধিনায়ক মরগান অবশ্য দুই ম্যাচ আম্পায়ার, থার্ড আম্পায়ার ও ফোর্ড আম্পায়ারের দেওয়া শাস্তি অবশ্য মেনে নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।