ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

একটি জয় যখন অনুপ্রেরণার চাবিকাঠি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
একটি জয় যখন অনুপ্রেরণার চাবিকাঠি সংবাদ সম্মেলনে কথা বলছেন মুমিনুল হক/ছবি: শোয়েব মিথুন

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ঘরের মাঠ কিংবা দেশের বাহিরে যেখানেই হোক না কেন, খারাপ সময়টা পিছু ছাড়ছে না টাইগারদের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে সেই খারাপ সময়টা দূর করতে চান অধিনায়ক মুমিনুল হক। 

একটা টেস্ট জিতলে হয়তো আহামরি কোনো পরিবর্তন হবে না, কিন্তু একটু হলেও অনুপ্রেরণার রসদ যোগাবে টাইগার শিবিরে। অধিনায়ক মুমিনুল সেই কাঙ্ক্ষিত জয়ের জন্য মুখিয়ে আছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের আগে শেষ দিন অনুশীলন করেছে বাংলাদেশে। অনুশীলনের পর সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক মুমিনুল। জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে নিজেদের খারাপ সময়টার অবসান করতে চান।

মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় যে আমরা যদি ম্যাচটা জিততে পারি পুরো জিনিসটাই পাল্টে হয়ে যাবে। পুরো জিনিসটা বলতে আগে হারছি ওইটা না, আমরা যে ব্যাড প্যাচের (খারাপ সময়) মধ্যে দিয়ে যাচ্ছি সেটা ওভারকাম করা হবে। আমার কাছে মনে হয় খারাপ সময়টা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, যেভাবে আমরা অনুশীলন করছি এবং ট্রেনিং সেশন চলতেছে এটা পুরোপুরি আরও সুন্দর হয়ে যাবে। ’

শেষ ছয় টেস্টের পাঁচটিতেই ইনিংস পরাজয়। এই কঠিন বাস্তবতার মাঝেও জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক বলেন, ‘অবশ্যই (জয়ের) আশা করি। আমি যখনই নামি, যে দলের বিপক্ষেই নামি সবসময় কিন্তু জেতার জন্যই নামি। আর এই ম্যাচটাও জেতার জন্যই নামবো। অবশ্যই আশাবাদী, আশা না থাকলেতো হবে না। সাথে বিশ্বাসও আছে। ইনশাল্লাহ কালকে ভালো ক্রিকেট খেলবো বলে আমরা আশাবাদী। ’
  
খারাপ সময় থেকে বের হয়ে আসাটা কিন্তু মোটেও সহজ নয়। সেই চাপ থেকে বের হয়ে আসতে জয়ের কেনো বিকল্প নেই। টেস্ট অধিনায়ক বলেন, ‘দেখেন প্রতেকটা সিরিজেই, ম্যাচেই যখন আমরা খেলতে নামি তখন আমরা কিন্তু জেতার জন্যই নামি। এটা জিম্বাবুয়ে হোক, অস্ট্রেলিয়া হোক কিংবা যেই হোক। আর আপনিতো আন্তর্জাতিক ম্যাচ যখন খেলবেন চাপ একটু থাকবেই। একটু চাপ আপনাকে নিতে হবে আমাকেও। সবাই চিন্তা করছে ওভাবে। ডেসপারেটলি ভালো ক্রিকেট খেলার ভাবনা সবার। অনুশীলন সেশনেও লাস্ট ৪/৫ দিন ধরে অনুশীলনে সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। ’

জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামলেই প্রত্যাশা থাকে জয়ের। তবে ছোট দল মনে করে তাদের অবহেলা করতে চান না মুমিনুল। তিনি বলেন, ‘জিম্বাবুয়ে আমাদের দেশে আসছে মানে খাটো করে দেখার কিছু নেই। কোনো দলই কিন্তু খাটো না। সব দলই ভালো। আমি জিম্বাবুয়েকে সবসময় ভালো দল হিসেবেই কাউন্ট করি। ’

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ৯টা ৩০মিনিটে শুরু হবে বাংলাদশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।