ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ খেলার অনুশীলনটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে: নাঈম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
ম্যাচ খেলার অনুশীলনটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে: নাঈম নাঈম হাসান: ছবি-শোয়েব মিথুন

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম দিন শেষে স্বস্তিতে রয়েছে বাংলাদেশ। ব্যাটিং সহায়ক উইকেটে নাঈম হাসানের ঘূর্ণিতে সফরকারীদের টপ-অর্ডার ব্যাটিং লাইন-আপ শেষ করে দিয়েছে টাইগাররা। 

সেঞ্চুরি পাওয়া ক্রেইগ আরভিনকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরান নাঈম। এই ডানহাতি অফ-স্পিনার মনে করেন, রান কম দেওয়াতে দ্রুত জিম্বাবুয়ের উইকেট তুলে নেয়া সম্ভব হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নাঈম এ কথা জানান। তিনি আরও জানান, উইকেটটা ব্যাটিং উপযোগী, দ্বিতীয় দিনে সফরকারীদের দ্রুত অলআউট করাই এখন মূল টার্গেট তাদের।

নাঈম বলেন, ‘আসলে এখন খুব ভালো অবস্থায় আছি। আপনার উইকেটটাও ভালো আছে, ওই পাশ থেকে বোলাররা খুব ভালো বল করছে। দুই পাশ থেকে যখন রানটা কম আসছে তখনই উইকেটগুলো বের হয়েছে এবং উইকেটে থাকলে মনে হয় ব্যাটিং করা সহজ। ’ 

তিনি আরও জানান, তার মূল টার্গেট ছিল সঠিক জায়গার দীর্ঘক্ষণ বোলিং করা। যেটাতে তিনি সফল হয়েছেন। বলেন, ‘আসলে আমাদের তো স্পিনারদের পেস ভেরিয়েশনটা দরকার, আমরা চেষ্টা করেছি এক জায়গায় বেশিক্ষণ বল করার, রান ছাড়া বোলিং করা। ’

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ভালো বোলিং করেছেন নাঈম। ম্যাচ খেলাতে তার অনুশীলনটাও ভালো হয়েছে। অত্মবিশ্বাসটাও যুগিয়েছেনে সেখান থেকে। তিনি বলেন, ‘ওখানে (বিসিএল) ২১ উইকেট পেয়েছি, ওখানে অনেক বোলিং করছি, আত্মবিশ্বাসও পেয়েছি। অনুশীলন করার চেয়ে ম্যাচে থাকলে ম্যাচের কনফিডেন্সটা বেশি থাকে। ’

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।