ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বাবাকে হারালেন জাতীয় দলের পেসার শফিউল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
বাবাকে হারালেন জাতীয় দলের পেসার শফিউল .

জাতীয় ক্রিকেট দলের পেসার শফিউল ইসলামের বাবা জাহিদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন)।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৩টা ০৫ মিনিটে মিরপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

 

শফিউল নিজেই তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার সময়ই শফিউলের বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। তখনই সিলেট থেকে ঢাকায় ফিরে আসেন শফিউল।

সোমবার (মার্চ ১৬) চিকিৎসাধীন অবস্থাতেই হার্ট অ্যাটাক করেন জাহিদুর রহমান। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শফিউলের বাবা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শফিউলের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘন্টা, মার্চ ১৭, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।