ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনা: টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশাবাদী আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
করোনা: টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশাবাদী আইসিসি

করোনাভাইরাসের সংক্রামণে যেন থমকে গেছে পুরো বিশ্ব। সাধারণ মানুষের বেঁচে থাকাটাই এখন শঙ্কার বিষয়। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে দেশ-বিদেশের প্রায় সকল ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ রাখা হয়েছে। একাধিক আন্তর্জাতিক ক্রিকেট সফরও স্থগিত রয়েছে । তবে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশার কথা জানাল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। সংস্থাটি জানায়, নির্ধারিত সূচিতেই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনায় তারা এগোচ্ছে। একই সুরে কথা বললো ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস এক বিবৃতিতে বলেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবার সব খেলা শুরু হবে বলে আশাকরি। এমন পরিস্থিতি সামলানোর ব্যাপারে আমরা কেউই পারদর্শী নই।

আশাকরছি অক্টোবর-নভেম্বরে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পরিস্থিতি স্বাভাবিক হবে। ’

ঠিক একইভাবে আইসিসিও জানায়, ‘করোনা ভাইরাসের সংক্রমণের কারণে আয়োজকেরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার সাতটি শহরে চলবে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। আশা করা যাচ্ছে, নির্ধারিত সূচিতেই এই প্রতিযোগিতা আয়োজন করা যাবে। ’

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর আশা, ১৫ নভেম্বর মেলবোর্নে ফাইনালের দিন স্টেডিয়াম পরিপূর্ণ হবে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।