ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

যৌন হেনস্থার অভিযোগে চাকরি হারালেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
যৌন হেনস্থার অভিযোগে চাকরি হারালেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান অতুল বেদাদে

যৌন হেনস্থার অভিযোগে বরোদা নারী ক্রিকেট দলের কোচের পদ থেকে ছাঁটাই করা হয়েছে সাবেক ভারতীয় ব্যাটসম্যান অতুল বেদাদেকে। 

গত মাসে হিমাচল প্রদেশ টুর্নামেন্টে বেদাদের আচরণ নিয়ে অভিযোগ করেন বরোদার খেলোয়াড়রা। যার প্রেক্ষিতে ৫৩ বছর বয়সী কোচকে বরখাস্ত করে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ)।

 

বিসিএ’র সেক্রেটারি অজিত লেলে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘হ্যাঁ, বিসিএ’র নিরপেক্ষ কমিটির সদস্যদের প্রমাণের প্রেক্ষিতে তদন্ত বিচারাধীন অবস্থায় ঘটনার আশু প্রভাব বিবেচনা করে তাকে বরখাস্ত করা হয়েছে। ’ 

১৯৯৪ সালে শারজায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয় বেদাদের। হিটার হিসেবে পরিচিত এ বাঁ-হাতি ব্যাটসম্যান ভারতের জাতীয় ক্রিকেট দলের হয়ে মাত্র ১৩টি ওয়ানডে খেলার সুযোগ পান।  

আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য না পেলেও ১৪ বছর ঘরোয়া ক্রিকেট খেলেন বেদাদে। অবসরের পর ২০১৯ সালের এপ্রিলে বরোদার নারী দলের কোচ হিসেবে নিয়োগ পান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।