ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পিএসএলের বাকি ম্যাচ হবে আগামী নভেম্বরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
পিএসএলের বাকি ম্যাচ হবে আগামী নভেম্বরে

করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছে। ক্রিকেট বিশ্বের চলমান সকল আন্তর্জাতিক সিরিজ স্থগিত করে সিরিজের মাঝ পথেই দেশে ফিরে যায় দল গুলো। সব দেশের চলমান ঘরোয়া টুর্নামেন্ট গুলো স্থগিত করা হয়েছে। যার ব্যতিক্রম নয় পাকিস্তানও। তাদের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ স্থগিত করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বাকি ম্যাচগুলো আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিসিবি।

সোমবার পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। পিএসএলের তিনটি ম্যাচ বাকি রয়েছে।

যার দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল।

ওয়াসিম খান বলেন, ‘আমরা ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসে আলোচনা করেছিলাম কি করা যায়। বিভিন্ন মহল থেকে পরামর্শ দেয়া হয়েছে যে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মুলতান সুলতানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হোক। তবে বোর্ড কিছু আর্থিক ক্ষতির মুখে পড়েছে। আর এটা যেহেতু বৈশ্বিক সমস্যা সেই কথা চিন্তা করেই ম্যাচগুলো পিছিয়ে দেওয়া হয়েছে। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তবে আগামী ৫ নভেম্বর থেকে ম্যাচগুলো হবে। ’

পাকিস্তান সুপার লিগে সেমিফাইনালে উঠেছে মুলতান সুলতান, করাচি কিংস, লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।