ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েই ইংল্যান্ড সফরে যাচ্ছে উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুন ৯, ২০২০
করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েই ইংল্যান্ড সফরে যাচ্ছে উইন্ডিজ

করোনা পরিস্থিতি কাটিয়ে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দিয়েই মাঠে ক্রিকেট ফিরছে। তাই এই সিরিজটি ঐতিহাসিকই হয়ে থাকবে। আর এমন সফরে যেতে পুরোপুরি প্রস্তুত উইন্ডিজ ক্রিকেট দল। যেখানে বাধ্যতামূলক করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েই ক্রিকেটার ও কর্মকর্তারা সফরে যেতে ছাড়পত্র পেয়েছে।

সূচি অনুযায়ী সোমবার সন্ধ্যায় অ্যান্টিগা থেকে চার্টার প্লেনে চড়ে মঙ্গলবার সকালে ম্যানচেস্টারে ক্যারিবীয় দলের পৌঁছানোর কথা রয়েছে। পরবর্তীতে দলটি এমিরেটস ওল্ড ট্রাফোডে বায়ো-সিকিউর পরিবেশে আগামী তিন সপ্তাহ অনুশীলন করবে।

সাউদাম্পটনে ৮ জুলাই সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। তবে সফরকারীরা ৩ জুলাই তারা সেখানে পৌঁছাবে।

এর আগে গত সপ্তাহে তিন ম্যাচের এই সিরিজকে ঘিরে ২৫ সদস্যের দল ঘোষণা করেছিল। যেখানে ১১ জন রিজার্ভ ক্রিকেটার রাখা রয়েছে। আর ক্রিকেট ইতিহাসে প্রথবারের মতো বায়ো-সিকিউর পরিবেশে সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ০৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।