ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

১৫ জুনের আগে অনুশীলনের অনুমতি দেবে না বিসিবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুন ৯, ২০২০
১৫ জুনের আগে অনুশীলনের অনুমতি দেবে না বিসিবি ফাইল ফটো

বাংলাদেশের করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বড়েই চলেছে। এমতাবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনোভাবেই ক্রিকেটরদের অনুশীলনে ফেরার অনুমতি দেবে না। আগামী ১৫ জুনের আগে ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর কোনো পরিকল্পনা নেই বোর্ডের।

মঙ্গলবার (জুন ০৯) বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি মনে করেন, পরিস্থিতির কথা বিবেচনা করলে ক্রিকেটারদের অনুশীলনে ফেরার সময় এখনো হয়নি।

অবস্থা পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।  

জালার ইউনুস বলেন, ‘যখন পরিস্থিতি খারাপ হয় তখনই তো লকডাউন দেওয়া হয়। জোনগুলো ঠিক করে দিচ্ছে কোনটা রেড জোন, কোনটা ইয়োলো জোন। মিরপুরের অবস্থা কেমন, কোন জোনে পড়বে আমি জানি না, আমার ব্যক্তিগত যেটা মতামত, পরিস্থিতি কিন্তু পারমিট করছে না প্লেয়ারদের অনুশীলনে নামায়। আমার মনে হয় না এখন আমাদের অনুশীলন করা উচিৎ। ’

তিনি আরও বলেন, ‘বোর্ড সভাপতি (নাজমুল হাসান পাপন) এবং আমরাও নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম। যেভাবে পরিস্থিতি যাচ্ছে উন্নতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো আমরা একটা টার্গেট ঠিক করেছি যে ১৫ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করবো পরিস্থিতি কেমন হয়। যদি পরিস্থিতি আমাদের অনুকূলে না থাকে তো অবশ্যই আমরা খেলোয়ারদের পারমিট করবো না প্র্যাকটিস করার জন্য। তাদের নিরাপত্তা আমাদের বড় একটা চিন্তার কারণ। ’

ব্যক্তিগত অনুশীলন করার সুযোগও এখন দেবে না বিসিবি। পরিস্থিতি কোনোভাবেই কোনো রকম অনুশীলন করার মতো নেই। তাই ক্রিকেটারদের ঝুঁকির মুখে ফেলতে চায় না বিসিবি।

বিসিবির এই পরিচালক বলেন, ‘ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করার কোনো সুযোগ নাই, প্র্যাকটিস করাটাও তাদের উচিত হবে না। আমরা ক্রিকেট বোর্ড থেকে তাদের অ্যালাও করব না। এটা সিদ্ধান্তটা অবশ্যই ক্রিকেট বোর্ড থেকে আসতে হবে। আমরা বিশ্ব স্বাস্থ সংস্থা, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদফতর, আমাদের সরকারের সিদ্ধান্ত, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত মিলে সিদ্ধান্ত নেবো যে পরিস্থিতি ঠিক হয়েছে কিনা। এটাতো আমাদের একার সিদ্ধান্ত না জাতিগত সিদ্ধান্ত। প্র্যাকটিস করার মতো সম্ভাবনা যখন তৈরি হবে তখন আমরা ডেডলাইন করে দেবো যে, এতদিনের মধ্যে তারা প্র্যাকটিস করা শুরু করবে। তবে ডেডলাইন এখন দেওয়া যাচ্ছে না। ’

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুন ০৯, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।