ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমের উপহার নিয়ে অসহায়দের পাশে ক্রিকেটার আরিফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জুন ১০, ২০২০
তামিমের উপহার নিয়ে অসহায়দের পাশে ক্রিকেটার আরিফা আরিফা জাহানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেয়া ছবি

করোনাকালে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সচল ভূমিকায় রয়েছেন তামিম ইকবাল। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব তিনি। এবার তার দেয়া উপহার নিয়ে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন রংপুরের নারী ক্রিকেটার আরিফা জাহান।

আরিফা অন্তঃসত্ত্বা মায়েদের জন্য সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন। আর তার এই খবর পেয়ে তামিম তাকে ফোন দেন এবং বিস্তারিত জানতে চান।

পরে দুই দফায় তিনি মোট ১৫০ জন অন্তঃসত্ত্বা মাকে সাহায্য করবেন বলে আরিফাকে আশ্বস্ত করেন। যার প্রথম কিস্তি এবার করলেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরিফা এ নিয়ে এক স্ট্যাটাসে লিখেন, আল্লাহর নামে রংপুর থেকে মিঠাপুকুর ও গাইবান্ধার উদ্দেশ্য রওনা দিলাম বাংলাদেশ ওয়ানডে ক্যাপ্টেন Tamim Iqbal ভাইয়ার উপহার পৌঁছে দেয়ার জন্য। । সকলের দোয়া কামনা করছি।

তামিম এর আগে গত এপ্রিলে দেশের ৯১ জন অসহায়-অসচ্ছল খেলোয়াড়কে আর্থিক সহায়তা করেন দেন। এছাড়া আরও বিভিন্নভাবে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জুন ১০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।