ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ ব্যাটসম্যান হিসেবেও ব্যাটে ঝড় তুলেছিলেন যারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুন ১০, ২০২০
শেষ ব্যাটসম্যান হিসেবেও ব্যাটে ঝড় তুলেছিলেন যারা অ্যাস্টন অ্যাগার ও টিনো বেস্ট

২০০৬ সালের চট্টগ্রাম টেস্ট ভোলার কথা না ক্রিকেট পাগল দর্শকদের। বাংলাদেশের বোলারদের লজ্জায় ডুবিয়ে ডাবল সেঞ্চুরি (২০১, অপরাজিত) তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি। তিনি টেস্ট ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান যার ২০ এর নিচে গড় হয়েও ডাবল সেঞ্চুরি রয়েছে। তবে সেদিন কিন্তু গিলেস্পি নাইটওয়াচম্যান হিসেবে ওয়ান ডাউনে নেমে সেই কীর্তিটি গড়েছিলেন।

তবে টেস্টে ১১ নাম্বারে ব্যাটিংয়ে নেমে অনেক ব্যাটসম্যানই আবার নিজেদের দলকে দারুণভাবে সহায়তা করেছেন। এমনই একজন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার টিনো বেস্ট।

২০১২ সালের আজকের (১০ জুন) দিনে ইংল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে ৯৫ রানের দুর্দান্ত ইনিংসটি খেলেন। ১১ নাম্বার ব্যাটসম্যান হিসেবে সেটি তখনকার সময় রেকর্ড ইনিংস ছিল। যদিও এক বছরের কিছু সময় পর অস্ট্রেলিয়ার অ্যাস্টন অ্যাগার এই রেকর্ড ভেঙে বর্তমানের রেকর্ডধারী হন।

নিচে দেখে নেই শেষ ব্যাটসম্যান হিসেবে ১১ নাম্বারে নেমেও কারা সফলতা পেয়েছেন।

অ্যাস্টন অ্যাগার (৯৮)
অস্ট্রেলিয়া, প্রতিপক্ষ ইংল্যান্ড। ২০১৩ সালে নটিংহামে ১০১ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ইনিংসটি খেলেন এই বিশেষজ্ঞ স্পিনার।

টিনো বেস্ট (৯৫)
ওয়েস্ট ইন্ডিজ, প্রতিপক্ষ ইংল্যান্ড। ২০১২ সালে বার্মিংহাম টেস্টে ১১২ বলে ১৪টি চার ও একটি ছক্কায় এই ইনিংস খেলেন তিনি।

জেমস অ্যান্ডারসন (৮১)
ইংল্যান্ড, প্রতিপক্ষ ভারত। ২০১৪ সালে নটিংহাম টেস্টে ১৩০ বলে ১৭টি চারের সাহায্যে দুর্দান্ত ইনিংসটির মালিক হন এই ইংলিশ পেসার।

জহির খান (৭৫)
ভারত, প্রতিপক্ষ বাংলাদেশ। ২০০৪ সালে ঢাকা টেস্টে ১১৫ বলে ১০টি চার ও ২টি ছক্কায় এই ইনিংস খেলেন ভারতীয় পেসার।

রিচার্ড কলিংগে (৬৮)
নিউজিল্যান্ড, প্রতিপক্ষ পাকিস্তান। ১৯৭৩ সালে অকল্যান্ড টেস্টে ৬টি চার ও একটি ছক্কায় অপরাজিত এই ইনিংসটি খেলেন এই কিউই পেসার।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ১০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।