ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড সফরে পরিবার নিতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুন ১৬, ২০২০
ইংল্যান্ড সফরে পরিবার নিতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটাররা

পাকিস্তান ক্রিকেট দলের আসছে ইংল্যান্ড সফরের জন্য সবুজ সংকেত দিয়েছে প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এই করোনাকালে খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে পরিবারের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি পরিবার আলাদা ভ্রমণ করলেও তাদের সঙ্গে দেখা করতে পারবেন না ক্রিকেটাররা।

জুনের শেষের এই সফরের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পাকিস্তানের ক্রিকেটার ও স্টাফদের চাটার্ড ফ্লাইটে আনতে প্রায় ৫ লাখ পাউন্ড খরচ করবে। যেখানে ২৯ জন খেলোয়াড় ও ১৪জন অফিসিয়াল ভ্রমণ করবেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র এ বিষয়ে বলেন, ‘বোর্ড খেলোয়াড়দের একটা বিষয় পরিস্কার করে দিয়েছে, যে পরিবার নিয়ে ভ্রমণ করা যাবে না। এমনকি তাদের পরিবার আলাদা গেলে অথবা ইংল্যান্ডে অবস্থান করলেও তাদের সঙ্গে দেখা করা যাবে না। ’

বর্তমান কোভিড-১৯ এর কারণে এই সিরিজটি হবে জীবাণুমুক্ত পরিবেশে। তিন ম্যাচের টেস্ট সিরিজ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের শুরু হবে ৩০ জুলাই। তবে ইংলিশ সফরে গিয়ে বার্মিংহামে পাকিস্তান দলকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

এই সিরিজের জন্য ব্রডকাস্ট থেকে ইসিবির আয় হতে পারে ৭০ থেকে ৭৫ মিলিয়ন পাউন্ড।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।