ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের হারিয়ে সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
ক্যারিবীয়দের হারিয়ে সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড

ঢাকা: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয় পয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ক্যারিবীয়দের ১১৩ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা এনেছে ইংলিশরা।

 

সোমবার (২০ জুলাই) টেস্টের পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ৩১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ৩ উইকেটে ১২৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৯ উইকেটে ৪৬৯ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৮৭ রানে অলআউট হয়।

দুই উইকেটে ৩৭ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ইংল্যান্ড। মধ্যাহ্ন বিরতির আগে ৩ উইকেটে ১২৯ রান করে ইনিংস ঘোষণা করে ইংলিশরা। বেন স্টোকস ৫৭ বলে ৭৮ রানে অপরাজিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের সামনে দ্বিতীয় ইনিংসে ৩১২ রানের টার্গেট দাঁড়ায়।

৩১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় ক্যারিবীয়রা। স্টুয়ার্ট ব্রডের বোলিং তোপে পড়ে ৩ উইকেটে ২৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরতির পর ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ৩৭ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

পঞ্চম উইকেট জুটিতে জার্মেইন ব্ল্যাকউড ও শ্যামার্শ ব্রুকস প্রতিরোধ গড়েন। এই জুটি থেকে আসে ১০০ রান। ব্ল্যাকউডকে ৫৫ রানে ফিরিয়ে জুটি ভাঙ্গেন স্টোকস। এরপর অধিনায়ক জেসন হোল্ডার চেষ্টা করলেও দলের পরাজয় এড়াতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়। ফলে ১১৩ রানের বড় জয় পায় ইংল্যান্ড।

ইংলিশদের হয়ে স্টুয়ার্ট ব্রড তিনটি; ক্রিস ওকস, ডম বিস ও স্টোকস দুটি এবং স্যাম কারান একটি উইকেট নেন। প্রথম ইনিংসে ১৭৬ রানে দুর্দান্ত একটি ইনংস এবং দ্বিতীয় ইনিংসে ঝড়ো গতির ৭৮ রানের ইনিংস খেলার সুবাদে ইংল্যান্ডের স্টোকস ম্যাচ সেরা হয়েছেন। আগামী ২৪ জুলাই একই ভেন্যুতে সিরিজরে তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
আরএআর/এইচএমএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।