ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলতে চায় বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলতে চায় বাংলাদেশ ছবি: সংগৃহীত

আগামী অক্টোবর মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। সেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে টাইগারদের।

যদিও কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। তবে এখন সম্ভাব্য টেস্ট সিরিজের সঙ্গে একটি টি-টোয়োন্টি সিরিজও খেলতে চায় বাংলাদেশ।

মঙ্গলবার (০৪ আগস্ট) সংবাদমাধ্যমে একথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি।

আকরাম খান বলেন, ‘তিন টেস্টের পাশাপাশি আমরা আরও কিছু ম্যাচ সংযোজনের কথা বলেছি। তবে সবকিছুই লঙ্কান বোর্ডের হাতে, তারা গ্রহণ করলেই কেবল তা হওয়ার ব্যাপার আসবে। তারা রাজি না হলে তো আর বাড়তি কিছু হওয়ার সম্ভাবনা নেই। ’ 

বাংলোদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।