ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

ক্রিকেট

অবসর ভেঙে লঙ্কান প্রিমিয়ার লিগে ইরফান পাঠান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
অবসর ভেঙে লঙ্কান প্রিমিয়ার লিগে ইরফান পাঠান ইরফান পাঠান।

এ বছরের শুরুতে ক্রিকেটের সকল সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইরফান পাঠান। তবে এবার অবসর ভেঙে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম মৌসুমে খেলার কথা জানিয়েছেন ভারতের সাবেক এই অলরাউন্ডার।

এলপিএলের দল ক্যান্ডি তুসকার্সের হয়ে মাঠে নামবেন ভারতের পাঠান ভাইদের ছোটজন।

ক্যান্ডিতে ইরফান সতীর্থ হিসেবে পাবেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল, স্থানীয় তারকা কুশল পেরেরা, শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্পেশালিষ্ট কুশল মেন্ডিস এবং নুয়ান প্রদীপ ও ইংল্যান্ডের ফাস্ট বোলার লিয়াম প্ল্যাঙ্কেটদের।

এই ফ্র্যাঞ্চাইজিতে কোচিং স্টাফদের মধ্যে শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক হাসান তিলাকরত্নের নাম রয়েছে।

৩৬ বছর বয়সী ইরফান পাঠান এর আগে ভারত জাতীয় দলের হয়ে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।