ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সালমার ট্রেইলব্লেজার্সের বিপক্ষে উড়ে গেলো জাহানারার ভেলোসিটি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
সালমার ট্রেইলব্লেজার্সের বিপক্ষে উড়ে গেলো জাহানারার ভেলোসিটি

একদিন আগে গত আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাকে হারানোর আনন্দ নিয়ে মাঠে নেমেছিল ভেলোসিটি। কিন্তু জাহানারা আলমরা এবার নিজেরাই বড় ব্যবধানে হেরেছে সালমা খাতুনদের ট্রেইলব্লেজার্সের বিপক্ষে।

 

শুক্রবার (০৫ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নারী আইপিএলে  ১৫.১ ওভারে স্কোরবার্ডে৪ ৭ রান জমা করতেই অলআউট হয়ে যায় ভেলোসিটি। ওপেনার শেফালি ভার্মা (১৩), শিখা পান্ডে (১০) ও কাসপেরেক (১১) ছাড়া দলের আর কেউ দুই অঙ্কের ঘর পেরোতে পারেনি। শেষ ব্যাটসম্যান হিসেবে নেমে জাহানারা সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১ রানে।  

ট্রেইলব্লেজার্সের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সোফি একলেস্টোন। সালমা ২ ওভার বল করে ৪ রান দিলেও কোনো উইকেট পাননি।  

মামুলি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭.৫ ওভারে ১ উইকেট ৪৯ করে জয় নিয়ে মাঠ ছাড়ে ট্রেইলব্লেজার্স।  

বাংলাদেশ সময়: ১০২8 ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।