ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

চশমা উপহার দেবেন সাকিব, তবে...

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
চশমা উপহার দেবেন সাকিব, তবে... সাকিবের ফেসবুক থেকে নেওয়া ছবি।

একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন সাকিব আল হাসান। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিয়েছেন।

এরপর একটি বিজ্ঞাপনের প্রোমো করতে গিয়ে ভক্তদের ধাঁধায় ফেলে দেন। এবার বিশ্বসেরা এই অলরাউন্ডার নতুন চমক নিয়ে এসেছেন।

ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে রঙিন চশমা পরিহিত একটি ছবি শেয়ার করেছেন সাকিব। যার ক্যাপশনে লিখেছেন, নতুন একটা গল্প শুনবেন? কীসের গল্প Guess করতে পারলে এই রঙিন চশমা আপনার! #রঙিনদুনিয়া।

সম্প্রতি সাকিব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েন। আর ২৭ মার্চ আইপিএল খেলতে ভারতে চলে যান।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।