ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় পৌঁছাল শ্রীলঙ্কান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মে ১৬, ২০২১
ঢাকায় পৌঁছাল শ্রীলঙ্কান ক্রিকেট দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। রোববার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লঙ্কানরা।

বাংলাদেশের মতো চার্টার্ড ফ্লাইটে নয়, শ্রীলঙ্কা এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে এসেছে মিকি আর্থার শিষ্যরা। হোটেল সোনারগাঁওতে তিনদিনের জন্য রুম কোয়ারেন্টাইনে থাকবে পুরো দল। এর মধ্যে দু’বার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে ১৯ মে থেকে নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবে অতিথিরা।

সিরিজের প্রথম ওয়ানডে আগামী ২৩ মে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুই ওয়ানডে। ২৯ মে দেশে ফিরে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ১৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।