ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আল জাজিরার ফিক্সিং নিয়ে ডকুমেন্টারির প্রমাণ পায়নি আইসিসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, মে ১৮, ২০২১
আল জাজিরার ফিক্সিং নিয়ে ডকুমেন্টারির প্রমাণ পায়নি আইসিসি

মধ্যপ্রাচ্যের টিভি চ্যানেল আল জাজিরার একটি ডকুমেন্টারি তিন বছর আগে ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল। সেই ডকুমেন্টারিতে দাবি করা হয়, বিশেষ কিছু ম্যাচে ফিক্সিং করা হয়েছে।

এরপর বিষয়টি নিয়ে তদন্তে নামে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতদিন পর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা করেছে যে, আল জাজিরার ডকুমেন্টারিতে ফিক্সিংয়ের যে দাবিগুলো করা হয়েছিল, বাস্তবে তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।

২০১৮ সালের ২৭ মে 'ক্রিকেট'স ম্যাচ ফিক্সারস' নামে ওই ডকুমেন্টারি প্রচার করে আল জাজিরা। এরপরই তদন্ত শুরু করে আইসিসি। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, তারা কোনো প্রমাণ পায়নি বিধায় তদন্ত কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আইসিসির তদন্ত চলেছে মূলতঃ তিনটি বিষয় ঘিরে- ওই ডকুমেন্টারিতে তুলে ধরা অভিযোগ, সন্দেহভাজন ব্যক্তিবর্গ এবং যেভাবে ওই ডকুমেন্টারির জন্য প্রমাণ সংগ্রহ করা হয়েছিল।

ওই ডকুমেন্টারিতে যে দুটি ম্যাচে স্পট ফিক্সিংয়ের কথা বলা হয়েছিল সেগুলো হলো- ২০১৬ সালের ভারত-ইংল্যান্ড চেন্নাই টেস্ট ও ২০১৭ সালের ভারত-অস্ট্রেলিয়ার রাঁচি টেস্ট। তদন্ত কমিটির চার সদস্য একমত হয়েছেন যে, ডকুমেন্টারিতে খেলার যে অংশগুলোতে ফিক্সিং করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল তা অযৌক্তিক। আপাতত তদন্ত শেষ হলেও বাস্তব ও পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে আবার তদন্ত করা হবে বলেও আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

আইসিসির 'ইন্টেগ্রিটি বিষয়ক মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেন, 'ক্রিকেটে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদনকে আমরা স্বাগত জানাই, কারণ খেলায় এসবের কোনো স্থান নেই। তবে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হলে আমাদের হাতে পর্যাপ্ত প্রমাণ থাকতে হবে। ডকুমেন্টারিতে যে দাবিগুলো করা হয়েছে, আমাদের তদন্তে সবগুলোর মৌলিক ভিত্তি দুর্বল বলে দেখা গেছে। যা অভিযোগগুলোর বিশ্বাসযোগ্যতায় ঘাটতি তৈরি করেছে। আমাদের চার জন স্বাধীন বিশেষজ্ঞও এমনটিই মনে করেন। '

বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, মে ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।