ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ঐতিহ্যবাহী অ্যাশেজ শুরু হবে ৮ ডিসেম্বর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মে ১৯, ২০২১
ঐতিহ্যবাহী অ্যাশেজ শুরু হবে ৮ ডিসেম্বর

চলতি বছরের ৮ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। এবারের অ্যাশেজের স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া।

বুধবার অ্যাশেজ সিরিজের দিনক্ষণ চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।  

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার পর কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের। এজন্য কয়েকদিন পিছিয়েছে অ্যাশেজ শুরুর সময়।

সিরিজের প্রথম ম্যাচ হবে ব্রিসবেনে, ৮ ডিসেম্বর।  

অ্যাশেজের আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। আগামী ২৭ নভেম্বর শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।

অ্যাশেজ সূচি

প্রথম টেস্ট: ডিসেম্বর ৮-১২, ব্রিসবেন
দ্বিতীয় টেস্ট: ডিসেম্বর ১৬-২০, অ্যাডিলেড (দিবারাত্রি)
তৃতীয় টেস্ট: ডিসেম্বর ২৬-৩০, মেলবোর্ন
চতুর্থ টেস্ট: জানুয়ারি ৫-৯, সিডনি
পঞ্চম টেস্ট: জানুয়ারি ১৪-১৮, পার্থ

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মে ১৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।