ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আকরাম: কেউ জয়ী নয়, সবাই হেরেছে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মে ১৯, ২০২১
ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আকরাম: কেউ জয়ী নয়, সবাই হেরেছে

ইসরায়েলের ১০ম দিনের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২শ ১৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৬৩ শিশু রয়েছে।

আহত হয়েছে দেড় হাজারের মতো।

বুধবার (১৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এদিকে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসনে পশ্চিমা বিশ্ব নীরব থাকলেও ফুঁসে উঠেছে মুসলিম জনতা। যে যার সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিনিদের সমর্থন জানাচ্ছেন। বিশেষ করে ক্রীড়া বিশ্বে প্রতিবাদে মুখর।

পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ও অধিনায়ক ওয়াসিম আকরাম ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে নিজের মুখ খুলেছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেন, ‘এটা কোনো ব্যাপার না যে আপনি কোন পাশে আছেন অথবা কোন দলকে আপনি সমর্থন জানাচ্ছেন, এটা কোনো খেলা না। এটা একটা যুদ্ধ এবং দিনের শেষে যখন মৃত্যু ও যন্ত্রণা হয় তখন কেউই জয়ী হয় না। ইতোমধ্যে সবাই হেরেছে। #ফিলিস্তিনের পাশে থাকুন #মানবতার পাশে থাকুন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ১৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।