ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের পর ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন তাসকিন-সাব্বির

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মে ১৯, ২০২১
মুশফিকের পর ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন তাসকিন-সাব্বির

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছে প্রায় পুরো বিশ্ব। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা ক্রীড়াবিদরাও যে যার অবস্থান থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছেন।

এবার এই দলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের পর যোগ দিলেন তাসকিন আহমেদ ও সাব্বির রহমান।

মঙ্গলবার (১৮ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ফিলিস্তিনের পতাকা ও বজ্রমুষ্টির সাইন দিয়ে আলাদা ছবি আপলোড করেন তারা।

সাব্বির ক্যাপশনে লিখেন, আমি সাব্বির রহমান বাংলাদেশ থেকে। আমি ফিলিস্তিনের পাশে আছি। # সেভ প্যালেস্টাইন।

অন্যদিকে তাসকিন ছবির ক্যাপশনে প্রায় একইভাবে লিখেন, আমি বাংলাদেশ থেকে তাসকিন আহমেদ ফিলিস্তিনের পাশে আছি। তিনি বেশ কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে ফিলিস্তিনের নাম লিখেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ১৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।