ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজ জয়ে ক্রিকেট দলকে রওশন এরশাদের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
টি-টোয়েন্টি সিরিজ জয়ে ক্রিকেট দলকে রওশন এরশাদের অভিনন্দন

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

রোববার (২৫ জুলাই) এক বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি কোচ, ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, বড় লক্ষ্য তাড়া করে বাংলাদেশ ক্রিকেট দল দায়িত্বশীল ব্যাটিংয়ে সিরিজ নিশ্চিত করায় প্রশংসার দাবি রাখে। খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত। অসাধারণ নৈপুণ্য ও বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পরিপূর্ণ ও সুসংহত। এ বিজয় বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি আজ গর্বিত।

বিরোধীদলীয় নেতা আশাপ্রকাশ করেন, নিরলস অনুশীলনের মাধ্যমে আগামীতেও জয়ের ধারা অব্যাহত রেখে জাতির মুখ উজ্জ্বল করবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।