ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ক্রিকেটে বাংলাদেশ পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
‘ক্রিকেটে বাংলাদেশ পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে’

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

রোববার (২৫ জুলাই) এক বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি কোচ, ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সিরিজের শেষ ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রত্যাশিত জয় পেয়েছে টাইগার একাদশ। সফরের প্রতিটি ম্যাচে উজ্জীবিত বাংলাদেশ ক্রিকেট দল দারুণভাবে লড়াই করেছে। আগামী দিনের ক্রিকেটে বাংলাদেশ পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।