ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

৬ বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের চূড়ায় রুট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
৬ বছর পর টেস্ট  র‌্যাংকিংয়ের চূড়ায় রুট

ব্যাট হাতে ভারতের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের দরুণ দীর্ঘ ৬ বছর পর আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ের চূড়ায় অবস্থান করছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। এদিকে ফর্মে না থাকায় র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

 

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচেই শতকের দেখা পেয়েছেন রুট। তিন টেস্টে ১২৬.৭৫ গড়ে ৫০৭ রান করেছেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ এ অধিনায়ক টেস্টে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন।

র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে পাঁচ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন জনি বেয়ারস্টো এবং ৮৮তম স্থানে রয়েছেন মালান। ভারতীয়দের মধ্যে দলের অধিনায়ক কোহলিকে পেছনে ফেলে সেরা পাঁচে ঢুকেছেন ওপেনার রোহিত শর্মা। ভারতীয় এ ওপেনারের উপরে উঠায় একধাপ নিচে নেমেছেন কোহলি।  

ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে র‌্যাংকিংয়ে একধাপ এগিয়ে পাঁচে অবস্থান করছেন জেমস অ্যান্ডারসন। এদিকে লম্বা লাফ দিয়েছেন রবিনসন ও ওভারটন। নয় ধাপ এগিয়ে ৩৬তম স্থানে রয়েছেন রবিনসন এবং ৭৩তম স্থানে রয়েছেন ওভারটন।

এছাড়াও বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘন্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।