ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ফের কুৎসিত অঙ্গভঙ্গি করে সমালোচনায় কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
ফের কুৎসিত অঙ্গভঙ্গি করে সমালোচনায় কোহলি

ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত প্রত্যাবর্তনে ওভাল টেস্টে জয় তুলে নেয় সফরকারী ভারত। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে এগিয়ে যাওয়ার পরেও ইংলিশদের নিয়ে নানারকম অঙ্গভঙ্গি করে সমালোচনায় এসেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

মাঠের মধ্যে এর আগেও অঙ্গভঙ্গির জন্য অনেক সময় সমালোচনার জন্ম দিয়েছেন বিরাট কোহলি। তার বিরুদ্ধে অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সমর্থকদের নালিশ রয়েছে। এবার ওভাল টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৭ রানে জয়লাভ করা ম্যাচেও কোহলির অন্যরকম অঙ্গভঙ্গির কারণে খেপেছে দেশটির সমর্থকরা।

সোমবার (৬ আগস্ট) ম্যাচের পঞ্চম দিনে যখন ইংল্যান্ডের একের পর এক উইকেট পড়ছিল, সেই সময় কোহলিকে বারবার বাঁশি বাজনোর ভঙ্গি করে সেলিব্রেট করতে দেখা গেছে। আসলে বার্মি আর্মি এই ট্রেডমার্ক ভঙ্গিতেই ক্রিকেট মাঠে ইংল্যান্ডের প্রতিপক্ষ দলকে ট্রোল করে থাকে। সেই ভঙ্গিতেই পাল্টা ইংল্যান্ডের ক্রিকেট সমর্থকদের ট্রোল করেছেন কোহলি। তাও আবার ইংল্যান্ডের মাঠে। কোহলির এমন আচরণ তারা মেনে নেবে কেন? তাই সোশ্যাল সাইটে শুরু হয়েছে সমালোচনা।

ইংলিশ সংবাদমাধ্যম 'ডেইলি মেইল'-এর সাংবাদিক লরেন্স বুথ রেগেমেগে টুইটারে লিখেছেন, 'এটা ভালোই হয়েছে। সতীর্থরা একসঙ্গে উইকেট পতন সেলিব্রেট করছেন। আর কোহলি ঠিক সেই সময়েই ইংল্যান্ড সমর্থকদের ব্যঙ্গ করছে। সত্যি কথা বলতে এটা মোটেই পছন্দ হচ্ছে না। এটা অদ্ভুত লাগছে যে একজন শীর্ষসারির ক্রীড়াবিদ প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়ে ম্যাচ জিতেও সন্তুষ্ট নন। তিনি প্রতিপক্ষ দলের সমর্থকদের টার্গেট করছেন। '

কোহলির বড় সমালোচক বলে পরিচিত সাবেক ইংলিশ ওপেনার নিক কম্পটন লরেন্স বুথের টুইট শেয়ার করে লিখেছেন, 'এটা মোটেই কোহলির সঙ্গে মানানসই নয়। কোনো প্রয়োজনই ছিল না। ' 

যাদের উদ্দেশ্যে কোহলির বিতর্কিত অঙ্গভঙ্গি সেই বার্মি আর্মিও কোহলির ছবি শেয়ার করে লিখেছেন, 'আমরা আগে থেকেই জানি কোহলি তুমি বার্মি আর্মিতে যোগদান করতে চাও। আমরা এই ইঙ্গিত বুঝতেই পেরেছি। ' 

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।