ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে প্রবেশের আগেই অজি ক্রিকেটারকে খুনের হুমকি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ১, ২০২২
পাকিস্তানে প্রবেশের আগেই অজি ক্রিকেটারকে খুনের হুমকি!

তিন ম্যাচের টেস্ট-ওয়ানডে ও এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দীর্ঘ ২৪ বছর পাকিস্তানে সফর করছে অস্ট্রেলিয়া। বর্তমানে অজি শিবির পাকিস্তানেই অবস্থান করছে।

তবে জানা গেছে, সফরে আসার আগে অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারকে খুনের হুমকি দেওয়া হয়েছিল।

অস্ট্রেলিয়ান এই স্পিনারকে অবশ্য সরাসরি খুনের হুমকি দেওয়া হয়নি। ইনস্টাগ্রামে হুমকি পাঠানো হয়েছিল তার স্ত্রী ম্যাডেলিনকে। হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, পাকিস্তান সফরে এলে তার স্বামীকে আর বেঁচে ফিরতে হবে না।

অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং সে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাও এই হুমকি খতিয়ে দেখছে। তবে এখনই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পরিস্থিতি তৈরি হয়নি। অস্ট্রেলীয় বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘গণমাধ্যমে এই ধরনের ঘটনা সামলানোর মতো নিরাপত্তা ব্যবস্থা করা আছে। এই ঘটনায় এখনও নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে কোনও খবর নেই। এই নিয়ে আর কোনও মন্তব্য করা হবে না। ’

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘন্টা, মার্চ ০১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।