ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সকালেই মার্শের মৃত্যুতে টুইট করেছিলেন ওয়ার্ন!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
সকালেই মার্শের মৃত্যুতে টুইট করেছিলেন ওয়ার্ন! মার্শের সঙ্গে ওয়ার্ন/সংগৃহীত ছবি

হার্ট অ্যাটাকের পর এক সপ্তাহ কোমায় থাকা অবস্থায় আজ মারা গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রড মার্শ। স্বদেশী কিংবদন্তির মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছিলেন শেন ওয়ার্ন।

একইদিন সন্ধ্যায় জানা গেল আরও এক দুঃসংবাদ। ওয়ার্ন নিজেও হার্ট অ্যাটাকে মারা গেছেন!

আজ শুক্রবার এক বিবৃতিতে ওয়ার্নের মৃত্যু সংবাদের খবর নিশ্চিত করেছে তার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান। বিবৃতি অনুযায়ী, থাইল্যান্ডের কোহসামুইয়ে নিজ ভিলায় তাকে নিস্তেজ অবস্থায় পাওয়া যায়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। জানা গেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

অথচ সকালেই মার্শের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটারে ওয়ার্ন লিখেছিলেন, 'মার্শের মৃত্যুসংবাদ শুনে খুব কষ্ট লাগছে। তিনি ছিলেন আমাদের এই শ্রেষ্ঠ খেলাটির একজন কিংবদন্তি এবং অনেক ছেলে-মেয়ের জন্য অনুপ্রেরণার নাম। ক্রিকেটই ছিল তার ধ্যানজ্ঞান এবং অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটারদের তিনি অনেক দিয়েছেন। রড এবং তার পরিবারের জন্য অনেক ভালোবাসা। শান্তিতে ঘুমাও সতীর্থ। '

ওই টুইট-ই ওয়ার্নের জীবনের শেষ টুইট হয়ে রইলো! কে জানত, সন্ধ্যার পর তিনি নিজেই চলে যাবেন না ফেরার দেশে! সেটাও আবার মাত্র ৫২ বছর বয়সে।  

আরও পড়ুন-কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন আর নেই 

                   চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক রড মার্শ

 

Sad to hear the news that Rod Marsh has passed. He was a legend of our great game & an inspiration to so many young boys & girls. Rod cared deeply about cricket & gave so much-especially to Australia & England players. Sending lots & lots of love to Ros & the family. RIP mate❤️

— Shane Warne (@ShaneWarne) March 4, 2022

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।