ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আশরাফুলকে দেখতে হাজারো দর্শক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
আশরাফুলকে দেখতে হাজারো দর্শক!

বরগুনা: বরগুনার আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় ক্রিকেটার মোঃ আশরাফুলকে দেখতে হাজার হাজার দর্শকদের উপস্থিতে আমতলী প্রিমিয়ার লিগ (এপিএল)-সিজন ৮ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৪ মার্চ ) বেলা ১১টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ।

আমতলী প্রিমিয়ার লিগ প্রধান নির্বাহী মোঃ নিয়াজ মোর্শেদ ইমনের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোঃ আশরাফুল ইসলাম ঈশাল এক্সপ্রেসের হয়ে খেলতে আমতলী আসেন। তাকে এক নজন দেখতে সকাল থেকেই আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উভয় দলের হাজার হাজার দর্শক ও সমর্থকরা জড়ো হতে থাকে। দুপুরের মধ্যে মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

আমতলী থানা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে ফাইনাল খেলায় ঈশাল এক্সপ্রেস বান্দ্রা ইউনাইটেডকে ৮৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অতিথি খেলোয়াড় কুয়াশা।  

উল্লেখ্য উক্ত টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছিল। যা আজ ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের পরিসমাপ্তি হলো।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।