ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শেন ওয়ার্নের মৃত্যুতে শোকাহত শচীন-লারা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
শেন ওয়ার্নের মৃত্যুতে শোকাহত শচীন-লারা ওয়ার্ন, শচীন ও লারা।

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। থাইল্যান্ডের কোহ সামুইয়ে তার ভিলায় নিস্তেজ অবস্থায় পাওয়া যায়।

চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।  

ওয়ার্নের অকাল মৃত্যুতে শোকে বিহ্বল ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেটেও নেমে এসেছে শোকের ছায়া। ওয়ার্নের একসময়ের তুমুল প্রতিদ্বন্দ্বী শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা সামাজিক যোগযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন।

ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন লেখেন, 'শোকাহত, হতবাক ও পীড়িত। তোমাকে মিস করব ওয়ার্নি। খেলার মাঠে ও বাইরে কখনই নির্জীব মুহূর্ত ছিল না। আমাদের মাঠের ভেতরের দ্বৈরথ ও মাঠের বাইরের ঠাট্টাকে সব সময় খুঁজব। ভারতের কাছে তোমার সব সময় একটা বিশেষ জায়গা ছিল। ভারতীয়দের জন্যও তোমার একটা বিশেষ জায়গা ছিল। এত কম বয়েসে চলে গেলে!'

এদিকে ক্যারাবিয়ান কিংবদন্তি লারা বন্ধুর মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়েছেন। তিনি লেখেন, ‘হৃদয়টা ভেঙে গেছে। আমি বাকরুদ্ধ। আমি বুঝতে পারছি না এই পরিস্থিতিকে কীভাবে ব্যাখ্যা করব। আমার বন্ধু চলে গেছে। আমরা আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ একজন খেলোয়াড়কে হারালাম। তার পরিবারকে আমার সমাবেদনা জানাই। শান্তিতে ঘুমাও ওয়ার্নি, তোমাকে খুব মিস করব। '

শ্রীলঙ্কার সাবেক উইকেট কিপার কুমার সাঙ্গাকারা লেখন, ‘বন্ধু ও লিজেন্ডে শেন ওয়ার্নের খবর শুনে আমি হতবাক। আমি বিশ্বাস করতে পারছি না। ’

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।