ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নের স্মরণে এমসিজির স্ট্যান্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
ওয়ার্নের স্মরণে এমসিজির স্ট্যান্ড

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্বে।

তারকা এ লেগস্পিনারকে সম্মান জানিয়ে বদলে যাচ্ছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের একটা স্ট্যান্ডের নাম। সাউদার্ন স্ট্যান্ডকে নতুন করে নামকরণ করা হবে এসকে ওয়ার্ন স্ট্যান্ড।

এদিকে ওয়ার্নকে শ্রদ্ধা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ানরা একটা ধাক্কা খাওয়ার মতো ও খারাপ সংবাদ পেয়ে জেগে উঠছে। শেন ওয়ার্ন মারা গেছেন কেবল ৫২ বছর বয়সে। সে আমাদের ইতিহাসের সেরাদের একজন। সেই অল্প কয়েকজনের একজন যারা ডন ব্র্যাডম্যানের কাছাকাছি কিছু করতে পেরেছে। ’

‘তার অর্জন প্রতিভার স্বাক্ষর, নিয়মানুবর্তীতা, ভালোবাসার খেলাটার জন্য প্যাশন। কিন্তু ওয়ার্ন অস্ট্রেলিয়ানদের জন্য তার চেয়েও বেশি কিছু। সে আমাদের দেশের সেরা চরিত্রগুলো একটি। তার হিউমার, প্যাশন, সম্মান, সহজলভ্যতা প্রমান করেছে সবাই তাকে ভালোবাসতো। ’

‘অস্ট্রেলিয়ানরা তাকে ভালোবাসে। তার হঠাৎ ও দুঃখজনক বিদায়ে আমরা বিভ্রান্ত। এবং অদম্য রড মার্শকে হারানোর পরের দিন এটি ঘটবে, কল্পনাতীত বলে মনে হচ্ছে। ওয়ার্নের মতো কেউ নেই। সে নিজের মতো করে জীবন কাটিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।