ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

'সাকিব-মুশফিকদের বাদ দিতে পারবেন?'-প্রশ্ন পাপনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
'সাকিব-মুশফিকদের বাদ দিতে পারবেন?'-প্রশ্ন পাপনের

ওয়ানডেতে যেমন-তেমন, টি-টোয়েন্টিতে এখনও ঘুছিয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। একাধিক পরিবর্তন এনেও খুব একটা লাভ হচ্ছে না।

মাঝে মাঝে দুয়েকটা জয় ধরা দিলেও ধারাবাহিক সাফল্য এখনও অধরা। এই যেমন আফগানদের বিপক্ষেই এক ম্যাচ দারুণভাবে জিতলেও পরের ম্যাচেই বাজে হার দেখলো টাইগাররা।  

টি-টোয়েন্টিতে টাইগারদের এমন পরিস্থিতির কারণে এই ফরম্যাটের আগামী বিশ্বকাপের আগে দলে পরিবর্তন আনার কথা বলছেন অনেকেই। এমনকি দাবি উঠছে সিনিয়রদের সরিয়ে জুনিয়রদের সুযোগ করে দেওয়ার। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তেমনটা মনে করেন না। তার মতে, এখনও দলে সিনিয়রদের কোনো বিকল্প তৈরি হয়নি। ফলে বর্তমান একাদশ থেকে দু-একজন ছাড়া কাউকে বাদ দেওয়ার মতো কাউকে দেখছেন না তিনি।  

মিরপুর শের-ই-বাংলায় ম্যাচ শেষে বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে পাপন বলেন, 'আপনি কী পরিকল্পনা করবেন? টিমের প্রথম তিনজন থেকে লিটনকে বাদ দিতে পারবেন? সাকিবকে পারবেন? পারবেন না। মুশফিক? রিয়াদ? আফিফ? পারবে না। তারপর স্পিনার মাহেদি আছে। আছেই আপনার জন্য দুটি জায়গা। প্রথম তিনজনে একজন আর সাত নম্বরে কাকে খেলানো হবে। তাই সবাইকেই দায়িত্ব নিতে হবে। সবাইকেই পারফর্ম করতে হবে। ওই একটা-দুইটা প্লেয়ারকে বাদ দিয়ে তো লাভ নেই। আমরা বাকি যাদের নিচ্ছি তাদের তো পারফর্ম করতে হবে। আজ একটা খারাপ দিন গেছে। আজ যদি লিটন কিছু রান করে ফেলত, আমাদের কোনো সমস্যা হতো না। একদিন তো খারাপ ব্যাটিং হতেই পারে। কিন্তু তারপর তিন-চারটা সহজ ক্যাচ ফেলা দেখতে খুব খারাপ লাগে। ম্যাচে হার আসতেই পারে, কিন্তু যে সমস্ত ক্যাচ ফেলেছে, দেখে মনেই হয়নি তারা খেলার মধ্যে আছে। এটা অনেক দুঃখজনক এবং কষ্টকর। '

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে পাকিস্তান ও আফগানিস্তান সিরিজ মিলিয়ে শেষ ১০ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ। এই ফরম্যাটে কেন উন্নতি হচ্ছে না? এমন প্রশ্নে পাপনের জবাব, 'উন্নতি হচ্ছে না বলাটা ঠিক না। বিশ্বকাপ থেকে হিসাব করেছেন? আমি ভেবেছি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ ধরে বলবেন। যত কিছুই করেন না কেন, আপনি যদি এই সমস্ত ক্যাচ ফেলেন এবং সেরা ফিল্ডাররা, এমন না যে নতুন কোনো ছেলে এসে ক্যাচ ফেলে দিচ্ছে! আমরা যদি এমন সহজ ক্যাচ ফেলে দিই, তাহলে বিশ্বকাপের আগে এমন ক্যাচ ফেলার জন্য আমরা নিশ্চয়ই দুই-একটা ম্যাচ মিস করেছি। এখানে আমাদেরকে অনেক উন্নতি করতে হবে। ব্যাটিংয়ের দিকে তাকান। এই সময়টায় যে রানরেট বা যে রান দরকার সেটা করতে পারছি না। প্রথম ছয় ওভারের সুযোগ আমরা নিতে পারছি না। আমরা এসব সমস্যা জানি না তা কিন্তু নয়। এখন প্রয়োজন এসব জায়গায় নতুন খেলোয়াড় রিপ্লেস করা। '

টি-টোয়েন্টি ফরম্যাটে উন্নতি করার জন্য বিসিবি সভাপতি আরো সময় চাইলেন। তিনি টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটার তৈরির ওপর জোর দিয়ে বলেন, 'অন্তত তিন-চারজন টি-টোয়েন্টি স্পেশালিস্ট আমাদের দরকার। যেটা নাকি আমাদের এই মুহূর্তে নাই। এখনো এক্সপেরিমেন্ট চলছে। তবে টি-টোয়েন্টিতে আমাদের অনেক অনেক দূর যেতে হবে। বেশ কয়েকটা নতুন ছেলে ভালো করেছে। মুনিম শাহরিয়ার এবং ইয়াসির রাব্বিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরো আছে, আরো আসবে। ওদেরকেও তো একটা সময় দিতে হবে। ওরা এখনো কেউ আবশ্যিক না। ওদের অভিজ্ঞতা অর্জন করতে হবে। '

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।