ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী বিশ্বকাপে পাকিস্তানকে পাত্তাই দিল না ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
নারী বিশ্বকাপে পাকিস্তানকে পাত্তাই দিল না ভারত

নারী ওয়ানডে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়ে শুরু করেছে ভারত। আসরে দুদলই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে।

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ভারতের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে করতে নেমে পাকিস্তান গুটিয়ে গেছে ১৩৭ রানে।

টসে জিতে ব্যাট করতে নামা ভারত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৪ রান তোলে। ১১৪ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। এরপর সপ্তম উইকেটে ১২২ রানের জুটি গড়েন স্নেহ রানা ও পূজা বস্ত্রকার। পূজা ৬৭ রানে সাজঘরে ফিরলেও স্নেহ অপরাজিত থাকেন ৫৩ রানে। ৪০ রান করেছেন দীপ্তি শর্মা। স্মৃতি মন্দানার ব্যাট থেকে এসেছে ৫২ রান।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের পক্ষে সিদরা আমিন ৩০, দিয়ানা বেগ ২৪ ও ফাতিমা সানা ১৭ রান করেন।  

ভারতের হয়ে ৪টি উইকেট নেন রাজেশ্বরী গাইকওয়াদ। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন জুলান গোস্বামী ও স্নেহ রানা।

পূজা বস্ত্রকারের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।