ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ফের জিম্বাবুয়ের ব্যাটিং কোচ ক্লুজনার, অধিনায়ক আরভিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
ফের জিম্বাবুয়ের ব্যাটিং কোচ ক্লুজনার, অধিনায়ক আরভিন

ফের জিম্বাবুয়ে ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ল্যান্স ক্লুজনার। একইদিনে সাদা বলের নিয়মিত অধিনায়ক হিসেবে ক্রেইগ আরভিনকে দায়িত্ব দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে কোচিংয়ের দায়িত্ব পালন করা ক্লুজনার ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর আফগান শিবিরে প্রধান কোচ হিসেবে যোগ দেন তিনি। ২০২১ সালে সেই দায়িত্ব ছাড়ার পর এবার জিম্বাবুয়ে ক্রিকেটে ফেরেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।

এদিকে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করার পর এবার পুরোপুরি জিম্বাবুয়ের নেতৃত্বের ভার নিজের কাঁধে নিয়েছেন আরভিন। চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষেও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সবমিলিয়ে এখন পর্যন্ত একটি টেস্ট, ছয়টি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টিতে দেশের হয়ে নেতৃত্ব দিয়েছেন আরভিন।

টেস্ট দলের হয়ে নেতৃত্বে থাকছেন শন উইলিয়ামস। তিন সংস্করণেই সহ-অধিনায়কের দায়িত্বে রাখা হয়েছে রেজিস চাকাভাকে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।