ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নের সেই ভিলার সিসিটিভি ফুটেজে দেখা গেল ৪ নারী

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
ওয়ার্নের সেই ভিলার সিসিটিভি ফুটেজে দেখা গেল ৪ নারী

ময়নাতদন্ত প্রতিবেদনে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে ইতোমধ্যে একটি বড় তথ্য সকলের সামনে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, শেন ওয়ার্নের মৃত্যুর আগে চারজন নারী তার ভিলায় এসেছিলেন। যাদের ম্যাসাজ করার জন্য নাকি ওয়ার্ন বুক করে ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, একজন নারীকে শেন ওয়ার্নের কাছে পা ম্যাসাজ করতে যেতে হয়েছিল, কিন্তু নারীটি যখন ঘরের দরজায় ধাক্কা দেয়, তখন কেউ দরজা খোলেনি। শেন ওয়ার্নের মরদেহ পাওয়া যাওয়ার কয়েক মিনিট আগে এই ঘটনা ঘটেছিল।  

এই চার নারীর মধ্যে একজন বলেছেন যে পাঁচটায় তার বুকিং ছিল, যেখানে তাকে ম্যাসাজ, ফুট ম্যাসাজ এবং নখের চিকিৎসার জন্য ডাকা হয়েছিল।

এদিকে নারীদের একজন বলেছেন, শেন ওয়ার্নের ঘরের দরজা না খুললে তিনি তার বসকে মেসেজ করে জানান যে শেন ওয়ার্ন দরজা খুলছেন না। ম্যাসাজ করা নারীরা চলে যাওয়ার পর বন্ধুরা ঘরটি খুললে শেন ওয়ার্নকে অজ্ঞান অবস্থায় দেখতে পান।  

বন্ধুরা শেন ওয়ার্নকে সিপিআর দেওয়ার চেষ্টা করেছিল এবং একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল, কিন্তু তার প্রাণ বাঁচানো যায়নি। তবে ডেইলিমেইলের প্রতিবেদনে বলা হয়েছে, রিসোর্টের সিসিটিভি ফুটেজ অনুযায়ী, দুপুর ২টার দিকে ওই চার নারী ভিলায় যান এবং তারাই নাকি ওয়ার্নকে শেষবার জীবিত দেখেছিলেন!

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।